কিভাবে ইউটিউবে ট্যাগ নির্বাচন করতে হয়

যেভাবে ইউটিউবে ট্যাগ নির্বাচন করবেন।ইউটিউব ভিডিও Rank করার জন্য ট্যাগ ব্যবহার করা হয়।সঠিক ট্যাগ নির্বাচন করার ফলে আপনার ভিডিও rank করাতে পারেন।টাইটেল সঙ্গে মিল রেখে ট্যাগ দিন।যেমন ধরেন আপনার ভিডিও টাইটেল "New Bangla song" আপনি New Bangla song  লিখে ট্যাগ দিতে পারেন।যারা নতুন ইউটিউবার তারা বড় ধরনের ট্যাগ ব্যবহার করুন।ট্যাগ রিসার্চ করার জন্য অনলাইনে ভালো ভালো টুলস পাবেন।যেমনঃTubebuddy,VidIQ ইত্যাদি।এসব টুলস আপনাকে ইউটিউব এসইও এর ক্ষেত্রে সাহায্য করতে পারে।Tubebuddy দিয়ে আপনি যেকোনো ভিডিও কি রকম ট্যাগ ব্যবহার করছে দেখতে পারবেন।যেসব ট্যাগ ভিডিও Rank করতে সাহায্য করেছে সেগুলো নিতে পারেন।ট্যাগ রিসার্চ করার জন্য এমন একটি ভিডিও সিলেক্ট করুন যেই ভিডিও টি আপনার ভিডিও টাইটেল এর সাথে মিল আছে,যেই ভিডিও টি অল্প সময়ে ভালো Rank করেছে এবং যেই চ্যানেল টির Subscribe কম।সেই ভিডিওটি কেমন ট্যাগ ব্যবহার করছে সেই দিকে নজর দিন।তবে পুরোপুরি ট্যাগ কপি করবেন না এতে উল্টো হতে পারে।যদি আপনার চ্যানেলটি টেকনোলজি হয় তাহলে ট্যাগের মধ্যে সাল দিতে পারেন।কারন প্রায় ইউটিউব ব্যবহারকারী নতুন ভিডিও পেতে টাইটেলের সাথে সাল জুড়ে দেয়।আশা করি বুঝতে পেরেছেন।যারা ইউটিউবে ভিডিওতে ভালো ট্যাগ দিতে পারে না তাদের জানিয়ে দিতে শেয়ার করুন।ট্যাগ নিয়ে আমাদের ভিড়িও দেখতে ক্লিক করুন
ভিড়িও

Post a Comment

আপনার মন্তব্য লিখুন

Previous Post Next Post

Recent Gedgets


 

Recents